Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসায় ছাত্র নির্যাতনের ঘটনায় যা বললেন অভিযুক্ত শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৯:০৮ PM
আপডেট: ১২ মার্চ ২০২১, ০৯:০৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক মাদরাসায় থাকে ছেলেটি। জন্মদিনে ছেলেকে দেখতে গিয়েছিলেন তার মা। আধঘণ্টার মতো ছেলের সঙ্গে সময় কাটিয়ে মা যখন ফিরছেন, আট বছরের শিশুটি তখন মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিন্তু মাদরাসার এক শিক্ষক শিশুটির ঘাড় ধরে ফিরিয়ে আনেন তাকে, ঠেলতে ঠেলতে ঢোকান এক কক্ষে, তারপর তাকে নৃশংসভাবে পেটাতে শুরু করেন।

ভিডিও চিত্রে যে ব্যক্তিকে নির্যাতনকারীর ভূমিকায় দেখা গেছে তিনি মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি নামে ওই মাদরাসার হিফয শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া। গত তিন মাস ধরে এই আবাসিক মাদরাসায় শিক্ষকতা করছেন। তবে গত বুধবার সকালে মাদরাসা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে বলে তিনি জানান।

মোহাম্মদ ইয়াহিয়া জানান, নির্যাতনের ঘটনায় তিনি শিশুটির মা-বাবার কাছে মাফ চেয়েছেন। জন্মদিনে শিশুটির মা ছেলের জন্য মিষ্টি ও চকলেট নিয়ে এসেছিলেন। এমনকি তাকে (মোহাম্মদ ইয়াহিয়াকে) নাস্তা খাওয়ার জন্য মা দুইশো টাকাও দিয়েছিলেন। এরপর মা যখন চলে যাচ্ছেন, সেসময় শিশুটি দৌড়ে মাদরাসার বাইরে বেরিয়ে রাঙ্গামাটি-হাটহাজারী চৌরাস্তায় চলে যায়। শিশুটিকে ফিরিয়ে আনতে আনতে তিনি (মোহাম্মদ ইয়াহিয়া) রেগে গিয়েছিলেন।

তিনি বলেন, আসলে যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারতেছিলাম না, বেতটাও হাফ বেত, এক বিঘতের চেয়ে একটু বড় সাইজ। বেশি জোরে লাগে না। কিন্তু আমার অন্যায় হইছে, ওইভাবে মারা উচিত হয় নাই।

Bootstrap Image Preview