Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন কিমের বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ০৫:২২ PM
আপডেট: ১৬ মার্চ ২০২১, ০৫:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গোলাবারুদের গন্ধ ছড়ানো থেকে বিরত থাকতে  যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে  হুঁশিয়ারি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ইয়ো জং। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছেন তিনি। 

সোমবার (১৫ মার্চ) কিম ইয়ো জং অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে ।

তিনি যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই গানপাউডারের দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের ও সংকটের পথ বেছে নিতে চলেছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়া যাওয়ার একদিন আগে কিম ইয়ো জং এই কড়া বক্তব্য দিলেন। 

Bootstrap Image Preview