Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১০:৪৬ AM
আপডেট: ১৭ মার্চ ২০২১, ০৩:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সলীহ। 

আজ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। তার সঙ্গে ঢাকায় এসেছেন ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিমানবন্দর থেকে এরপর তিনি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এরপর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ইব্রাহিম মোহম্মদ সলীহ। 

Bootstrap Image Preview