ভারতের বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। বুধবার (১৭ মার্চ) সকালে ভারতের মধ্যাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
এনডিটিভি জানায়, বুধবার সকালে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের সময় ভারতের মধ্যাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। আকাশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
পরে টুইটারে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। তারা জানায়, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে আইএএফ। আইএএফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।