Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাইরাল ‘টুম্পা সোনা’ গানে ঝড় তুললেন রানু মণ্ডল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০৮:৫৬ PM
আপডেট: ১৭ মার্চ ২০২১, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


ওয়েব সিরিজের জনপ্রিয় গান ‘টুম্পা সোনা’র সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। এবার টুম্পা সোনার প্রেমে পড়েছেন রানাঘাটের রানু মণ্ডল। তার কন্ঠে গানটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হইচই পড়ে যায়। তার গান শুনতে হুমড়ি খেয়ে পড়েন নেটাগরিকরা। অনেকে তার গানের প্রশংসা করলেও কেউ কেউ নানান কটূক্তি করতে ছাড়েননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত মুখ রানু মণ্ডল। তার ভাইরাল হওয়া তেরি মেরি গানটি তাকে মানুষের আগ্রহের শীর্ষে নিয়ে গেছে। এই গানটি হিমেশের ছবিতেও গেয়েছেন তিনি। তবে বলিপাড়া ছেড়ে আবারও রানাঘাটে ফিরে এসেছেন রানু।

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজায় অংশ নিয়ে ‘টুম্পা সোনা’ গানে ছেলেমেয়ের উদ্দাম নাচের অপরাধে ৫ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। ‘টুম্পা সোনা’ গানে শিক্ষার্থীদের উদ্দাম নাচের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়। সকলের প্রশ্ন কিভাবে এমন ঘটনা ঘটলো? বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিভাবে এমনটা হতে পারে? কেন কোন শালীনতা বজায় রাখা হলো না?

সূত্র- এই সময়

Bootstrap Image Preview