Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসা না দিয়েই দিলো ছাড়পত্র, সিএনজিতেই সন্তান প্রসব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৮:৪১ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফাতেমা খাতুন (২০) নামের এক প্রসূতিকে পুরো চিকিৎসা না দিয়েই অন্য হাসপাতালে যাওয়ার জন্য ছাড়পত্র দেন বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) কর্তৃপক্ষ। ওই প্রসূতি দ্বিতীয় তলা থেকে নেমে হাসপাতাল চত্বরে যেতেই ফের প্রসববেদনা শুরু হয় তার। এমন পরিস্থিতিতে সিএনজিচালিত অটোরিকশার ভেতরে উঠতেই একটি ছেলে সন্তান প্রসব করেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ঘটেছে এই ঘটনা।

ফাতেমা খাতুন উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী। জন্ম নেয়া ওই নবজাতক ফাতেমা খাতুনের প্রথম সন্তান, নাম আলী আকবর রাখা হয়েছে।

ফাতেমা খাতুনের স্বামী আসাদুল ইসলাম বলেন, ছাড়পত্র দিয়ে আমাদের হাসপাতাল থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। নিরুপায় হয়ে চিকিৎসার জন্য টাকা ও গাড়ি জোগাড়ের চেষ্টা করতে থাকি। এ সময় হাসপাতাল চত্বরেই আমার স্ত্রী সন্তান প্রসব করে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক।

বর্তমানে শিশু ওয়ার্ডে সন্তান নিয়ে ভর্তি রয়েছেন ফাতেমা খাতুন। তবে শিশুটি সুস্থ থাকলেও তার মা ফাতেমা খাতুন উচ্চ রক্তচাপজনিত রোগে কাতরাচ্ছেন। হাসপাতালের চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

Bootstrap Image Preview