দিনে-দুপুরে রাস্তার মধ্যে কথা-কাটাকাটি। এক পর্যায়ের ছেলে কষে থাপ্পড় লাগালেন ৭৬ বছর বয়সী মায়ের গালে। মা ধপ করে পড়ে গেলেন ধুলার মধ্যে, তারপরই চলে গেলেন পরপারে।
ভারতের গুজরাট রাজ্যের দ্বারকায় সম্প্রতি এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দ্বারকা পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম অবতার কৌর।
জানা গেছে, গত সোমবার স্থানীয় সময় বিকেলে ওই ঘটনাটি ঘটে। এর একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় রাস্তার মধ্যে ছেলে ও ছেলের স্ত্রীর সাথে তর্ক হয়েছিল মায়ের। তাতেই মায়ের ওপর হাত তোলেন রণবীর।
উল্লেখ্য, রণবীর মাদকাসক্ত। মায়ের সাথে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা।