Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোহম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০৯:৩১ PM
আপডেট: ২০ মার্চ ২০২১, ০৯:৩১ PM

bdmorning Image Preview


কলকাতার জনপ্রিয় অভিনেতা ও আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। গেলো কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সোহম।

টেস্টের পর ধরা পড়ে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে তিনি। শুক্রবার রাতেই বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত ভালো আছেন অভিনেতা। তবে আরও কিছু দিন অবজারভেশনে রাখা হবে তাকে।

২০২১ সালের ভোটযুদ্ধে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম। আসছে পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় চণ্ডীপুরে ভোটগ্রহণ। প্রচারের শেষ মুহূর্তে সোহম অসুস্থ হয়ে পড়ায় এলাকায় প্রচার করতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনীত সোহম। ২০১৪ সালে জোড়াফুল পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে টালিউডের নায়ক। বর্তমানে তৃণমূলের যুব শাখারসহ সভাপতি তিনি। ২০১৬ সালে বড়জোড়ার প্রার্থী হিসেবে ভোট ময়দানে অভিষেক তার। কিন্তু দল জিতলেও সেবছর ওই কেন্দ্রে হেরে যায় সোহম।

সূত্র- ইন্ডিয়া টাইমস

Bootstrap Image Preview