Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে চুল কেটে টাকলা হলেন নায়িকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০৯:৫৮ PM
আপডেট: ২০ মার্চ ২০২১, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ওপার বাংলার জনপ্রিয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। তবে হার মানার পাত্রী নন তিনি। লড়াই চালিয়ে যেতে দিতে হচ্ছে কেমোথেরাপি। এমন অবস্থায় চুল কেটে ন্যাড়া হতে হলো অভিনেত্রীকে। বান্ধবীর এমন দুঃসময়ে নিজের চুল কেটে ছোট করে ফেললেন সব্যসাচী চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় ৫ মাস আগে ও পরের ছবি পোস্ট করে অভিনেতা সব্যসাচী চৌধুরী লিখেছেন, '৫ মাস আগে ও পরে মানুষের জীবন কতটা বদলে যেতে পারে? খারাপ চুলের দিন শেষ।' সেই পোস্টে ভক্তরা তাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ৬ বছর আগে শিরদাঁড়ার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ফের একবার অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। এবার ফুসফুসে। তবে লড়াই ছাড়তে নারাজ ঐন্দ্রিলা। তার সঙ্গে রয়েছে অসংখ্য অনুরাগীর ভালোবাসা ও দোয়া। আর তা নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা।

সূত্র- জি নিউজ

Bootstrap Image Preview