Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর ওষুধ কিনতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০১:৩৪ PM
আপডেট: ২১ মার্চ ২০২১, ০১:৩৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যশোরের মণিরামপুরে স্ত্রীর ওপর অভিমান করে জমির গাজী (৭০) নামে এক ভ্যানচালক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত মনিরুদ্দীনের ছেলে। শনিবার (২০ মার্চ) উপজেলার শ্যামকুড় গ্রামে ঘটনা ঘটে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, ভ্যানের চাকা ঘুরিয়ে কষ্টের সংসার চালাতেন জমির গাজী। তার স্ত্রী মনোয়ারা বেগম কয়েকদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছেন। শনিবার সকালে তিনি জমির গাজীকে ওষুধ আনতে বলেন। তবে জমিরের পকেটে টাকা ছিল না। এই নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। পরে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন বৃদ্ধ জমির। বাইরে এসে স্থানীয় বাজার থেকে কীটনাশক (দানা জাতীয়) কিনে খান তিনি। যন্ত্রণা সইতে না পেরে বাড়ি ফেরেন মৃত জমির। পরে স্বজনরা তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, এই ঘটনায় কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের ফিরিয়ে দিতে পুলিশের সঙ্গে আলোচনা চলছে।

Bootstrap Image Preview