Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বপ্নপূরণঃ সিনেমায় সুযোগ পেলেন অটোরিকশা চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ০৯:৫৭ AM
আপডেট: ২২ মার্চ ২০২১, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


সুজিত শিবম। পেশায় অটোরিকশা চালক। অর্থের অভাবে দিন পার করলেও মনে মনে অভিনেতা হওয়ার স্বপ্ন পুষতেন তিনি। ভাগ্য সহায় হয়েছে তার। সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন সুজিত।

অটোরিকশা চালানোর অবসরে বিভিন্ন ভিডিও শেয়ারিং অ্যাপে ছোট ছোট ক্লিপ তৈরি করতেন সুজিত। এভাবেই নিজের অভিনয়ের নেশা মেটাতেন তিনি। যখন কেউ তার ভিডিও পছন্দ করতেন তখন তিনি নতুন ভিডিও বানানোর উৎসাহ পেতেন।

একদিন সুজিতের বন্ধু সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও পোস্ট করেন। সেটি মালায়ালাম পরিচালক জিবু জ্যাকবের এক সহকারীর নজরে আসে। এরপর সুজিতকে অডিশনের জন্য ডেকে পাঠান তিনি। পরবর্তী সময়ে তাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়।

জিবু জ্যাকবের ‘ইলাম শেরিয়াকুম’ সিনেমায় অভিনয় করছেন সুজিত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ আলী ও রাজিশা বিজয়ন। সিনেমাটিতে একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে হাজির হবেন সুজিত। রাজিশার সঙ্গেও তার কয়েকটি দৃশ্য রয়েছে।

Bootstrap Image Preview