Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইল ফেরত দিতে গিয়ে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১০:১১ AM
আপডেট: ২২ মার্চ ২০২১, ১০:১১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুমিল্লায় মোবাইল ফোন ফেরত দিতে গিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শান্ত (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকেলে ওই যুবকের ঘরে এই ঘটনা ঘটে।

আটক শান্ত নগরীর ডুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে।

এ ঘটনার সংবাদ পেয়ে রাতেই অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে রোববার (২১ মার্চ) সকালে ওই তরুণকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা।

রোববার (২১ মার্চ) বিকেলে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দু’জনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকালে ওই তরুণের মোবাইল ফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় ওই ভুক্তভোগী। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জেনেছি। থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview