Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজের অবস্থান নিশ্চিত করলেন নিখোঁজ শামীম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০২:১৩ AM
আপডেট: ২৪ মার্চ ২০২১, ০২:১৩ AM

bdmorning Image Preview


চারদিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদের। গেলো সোমবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে শামীম তার অবস্থান নিশ্চিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা শামীমের স্ত্রী আশা। তিনি বলেন, গত সোমবার রাত ১১টায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে শামীম জানায় সে উলুখোলায় শুটিং করছে। নিখোঁজের বিষয়ে জানতে চাইলে শামীম বলে, বাসায় এসে সব খুলে বলব। এতটুকুই কথা হয়েছে।

এর আগে আশা সাংবাদিকদের জানান, শুটিংয়ের জন্য শামীম সিলেট গিয়েছিল। শুটিং স্পটে কিছু ঝামেলা হয়। শুটিং করতে দেবে না বলে তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় ক্যামেরা, মোবাইল।

গত ২০ মার্চ রাতে গাড়িতে উঠে পাশের সিটের একজনের মোবাইল থেকে ফোন করে বিষয়টি জানান। তখন শামীম জানান, বাসায় ফিরতে রাত হবে। এরপর শামীম বাসায় ফিরেননি।

Bootstrap Image Preview