Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালাইকার জন্য আম পাঠালেন সাবেক স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০৯:৪১ PM
আপডেট: ২৫ মার্চ ২০২১, ০৯:৪১ PM

bdmorning Image Preview


বলিউডের সেনসেশনাল আইটেম গার্ল ও অভিনেত্রী মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খানের ভাইয়ের সেপারেশন হয় ২০১৬ সালে। পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

তবে কথায় আছে পুরোনো প্রেম ব্যাপারটা অনেকটাই পুরোনো কাসুন্দির মতো। যত দিন যায়, ততই বাড়ে ঝাঁঝ। আর সেই ঝাঁঝে যদি চলে আসে পাকা আম, তাহলে তো ব্যাপারটা জমেই যায়।

মূল কথা খুলে বলা যাক। মালাইকাকে এক বাক্স আম পাঠিয়েছেন তার সাবেক স্বামী আরবাজ খান। আর সেই এক বাক্স আমের ছবি পাঠিয়ে আরবাজকে ধন্যবাদ জানিয়েছেন মালাইকা।

ছবি শেয়ার করে মালাইকা লিখলেন, ‘ধন্যবাদ আরবাজ৷ অনলাইনে ফ্রেশ আম পাঠানোর জন্য। আপনারও আম অর্ডার করতে পারেন এভাবে।’

শুধু সাবেক স্ত্রীকেই নয় আরবাজ তার শ্যালিকা অমৃতা রাওকে পাঠিয়েছেন এক বাক্স আম। অমৃতাও সোশ্যাল মিডিয়ায় দুলাভাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রাণ ভরে।

বিবাহবিচ্ছেদ হলেও মালাইকা-আরবাজের মধ্যে তিক্ত সম্পর্ক নেই। পার্টিতে, অনুষ্ঠানে দেখা হলে মালাইকা-আরবাজ কিন্তু সৌজন্যের খাতিরে কথা বলেন।

সালমানের ভাইয়ের সঙ্গে আলাদা হওয়ার পর থেকেই বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা।

Bootstrap Image Preview