Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সায়েদাবাদে যাত্রীবাহী বাসে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১০:০০ PM
আপডেট: ২৭ মার্চ ২০২১, ১০:০০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


রাজধানীর সায়েদাবাদ এলাকায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এ ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে হঠাৎ করেই রাজধানীর মালিবাগের রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। ওই বাসটিতেও আগুন লাগার কারণ জানা যায়নি। বাসটি তুরাগ পরিবহনের।

স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন লাগার পর যাত্রীরা বাসের জানালার গ্লাস ভেঙে নেমে যান। আতঙ্কিত হয়ে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আঘাত পেয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

Bootstrap Image Preview