Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বলিউডে আসছে কাপুর পরিবারের আরেক কন্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ১০:১০ PM
আপডেট: ২৭ মার্চ ২০২১, ১০:১০ PM

bdmorning Image Preview


তারকার সন্তান তারকা হবেন, বলিউডে এমন চর্চা আগে থেকেই হয়ে আসছে। যদিও এ বিষয়ে বেশ বিতর্ক হয়েছে তবুও কোন তারকার সন্তানের পথে বাঁধা আসেনি। তারা ঠিকই বলিপাড়ায় নিজেদের জায়গা করে নিয়েছেন। এবার বলিউডে অভিষেক হচ্ছে কাপুর পরিবারের আরেক কন্যা শানায়ার। তিনি অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে।

ছোটবেলা থেকেই অনন্যা পান্ডে ও সুহানা খানের সঙ্গে বেড়ে উঠেছেন শানায়া কাপুর। একই স্কুলে পড়েছেন, একসঙ্গে খেলাধুলা করেছেন। এমনকি একসঙ্গে পার্টিও করেন তারা। তাদের মধ্যে অনন্যা বলিউডে পা রেখেছেন। এবার সে পথে হাঁটছেন শানায়া। করণ জোহরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হচ্ছে তার। স্যোশাল মিডিয়ায় খবরটি নিজেই জানিয়েছেন শানায়া।

প্রসঙ্গত, করণ জোহরের হাত ধরে অনেক তারকার সন্তানের বলিউডে অভিষেক হয়েছে। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা তার সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এবার দেখার অপেক্ষা শানায়া কাপুরের ভাগ্য কোন দিকে মোড় নেয়।

Bootstrap Image Preview