Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে প্রেম, অতঃপর তরুণীর ফাঁদে দুই যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১১:১৬ AM
আপডেট: ২৮ মার্চ ২০২১, ১১:১৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামে এক তরুণী প্রেমের ফাঁদ পেতে বাসায় ডেকে দুই তরুণের আপত্তিকর ছবি তোলে। পাশাপাশি মারধর করেন। এ সময় বাসায় আটকে টাকা আদায়ের সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

গেলো শনিবার (২৭ মার্চ) সকালে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় ঘটনার শিকার দুই যুবককে। আটককৃত আব্দুল কাদের (২২) চাঁদপুরের কচুয়ার বাসিন্দা। তিনি ডবলমুরিং থানার মৌলভী পাড়া এলাকায় থাকেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, এক তরুণী ফোনে কথা বলে দুই যুবককে প্রেমের ফাঁদে ফেলে। পরে তাদের সাথে ফোনে ঘনিষ্ঠতা তৈরি হলে শুক্রবার বিকেলে পানওয়ালা পাড়ার এক বাসায় ডেকে নেয়। এসময় বাসায় তাদের সাথে আপত্তিকর মুহূর্তের ছবি তুলেন। পরে তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য মারধর করা হয়। তখন তাদের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়।

ওসি মহসিন আরও জানান, অপহৃত দু’জনের এক বন্ধু এসে বিষয়টি ডবলমুরিং থানায় জানায়। পরে পুলিশের একটি দল ফাঁদ পেতে টাকা দেওয়ার কথা বলে তাদেরকে আটক করে।

জিজ্ঞাসাবাদে কাদের জানিয়েছে, তাদের দলে ৪ ছেলে ও ১ মেয়ে আছে। তারা ওই তরুণীর মাধ্যমে টেলিফোনে প্রেমের ফাঁদ পেতে বাসায় নিয়ে আটকে টাকা হাতিয়ে নেন।

Bootstrap Image Preview