Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনায় এবার তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেঃ সেব্রিনা ফ্লোরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:৪১ AM
আপডেট: ৩০ মার্চ ২০২১, ১০:৪১ AM

bdmorning Image Preview


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এবার করোনা মহামারীতে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন। গেলো সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথম দিকে মানুষ বাইরে কম বের হত। তখন আমরা দেখেছি যারা বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তাদের মধ্যে সংক্রমণের হার বেশি।

তিনি বলেন, বিশেষ করে ইয়াংরা এখন অনেক বেশি বের হয়। এ কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, মানুষের অবহেলার কারণে নতুন করে সংক্রমণের এই উচ্চমাত্রা তৈরি হয়েছে। এজন্য মানুষ দায়ী।

তিনি বলেন, কোনও স্ট্রেইনকে দায়ী করে লাভ নেই। আমরা এখনও সতর্ক হলে অবশ্যই একে মোকাবিলা করতে পারব।

Bootstrap Image Preview