Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:৪৯ AM
আপডেট: ৩০ মার্চ ২০২১, ১০:৪৯ AM

bdmorning Image Preview


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনার বরাত দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এক গণমাধ্যমকে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে যে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ। যার ফলে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আগে বিশেষ অনুরোধে কওমি মাদরাসাকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হলেও বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় কওমি মাদরাসাও বন্ধ থাকবে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।

উল্লেখ্য, করোনার ভয়াবহতা ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Bootstrap Image Preview