Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, মুখ খুললে মেরে ফেলার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৩:২০ PM
আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৩:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) সকালে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মিজানুর রহমান। তিনি উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের শেখ আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত মো. মিজানুর রহমান প্রতিবেশী ওই তরুণীর বাড়িতে যান। তখন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মিজান শারীরিক প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করেন। এই বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় মিজান। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে মিজানুর রহমানকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন।

সিরাজদীখান থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে আদালত পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview