Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শচীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৩:০১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৩:০১ PM

bdmorning Image Preview


রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জেতার কদিন পরই করোনাভাইরাসে আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। করোনা পজিটিভ হওয়ার পর ভারতের লিটল মাস্টার এক সপ্তাহ না যেতেই হাসপাতালে ভর্তি হলেন।

হাসপাতালে ভর্তি হলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শচিন নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, “দোয়া ও আর্শিবাদের জন্য সবাইকে ধন্যবাদ। ডাক্তারি পরামর্শ আরও ভালোভাবে পেতে বাড়তি সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আশা করি খুব দ্রুতই বাড়ি ফিরতে পারব। নিজের যত্ন নিন এবং সবাই নিরাপদে থাকুন। সব ভারতীয় নাগরিক এবং আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন।”

গত মাসে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়ে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচিন। এরপর একে একে ইউসুফ পাঠান, সুব্রিমানিয়াম বদ্রিনাথ এবং ইরফান পাঠানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

Bootstrap Image Preview