Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অন্তর্বাস পরেননি কেন? অশালীন আক্রমণের মুখে দর্শনা বণিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৪:৫৪ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


‌পাওরি হো রহি হ্যায়'-এর পর এখন নতুন ট্রেন্ড 'ডোন্ড রাশ চ্যালেঞ্জ'। আর এই ট্রেন্ডেই গা ভাসিয়ে ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে ফেলেছেন মডেল, অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হল দর্শনাকে।

ব্রিটিশ হিপহপ দল Young T & Bugsey-র 'Don't Rush' গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাতেই কোমর দোলাচ্ছেন বলি থেকে টলি তারকারা। এই গানের সঙ্গেই রিল ভিডিয়ো বানিয়ে মঙ্গলবারই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দর্শনা বণিক। তবে সমালোচকের অভাব হয়না। অভিনেত্রীকে অশালীন আক্রমণ করে কমেন্ট করেন নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, ''এখানে কিন্তু মোটেও ভালো লাগছে না''। কেউ আবার প্রশ্ন করেন, ''অন্তর্বাস পরেননি কেন?'' তবে কিছু লোকজন অশালীন আক্রমণ করলেও বহু নেট নাগরিকের প্রশংসাও পেয়েছেন দর্শনা। 

 

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল করার ঘটনা নতুন নয়। শুধু দর্শনা কেন, কমবেশি প্রায় সব তারকাকেই কিছু কুরুচি সম্পন্ন নেটিজেনের আক্রমণের মুখে পড়তে হয়। দর্শনাও বাদ গেলেন না। 

Bootstrap Image Preview