Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছে রুমিন ফারহানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০৫:৩১ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ০৫:৩১ PM

bdmorning Image Preview


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার (০৩ এপ্রিল) ব্যারিস্টার রুমিন ফারহানা তার ফেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করবো। ইনশাআল্লাহ।’

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।

এদিকে একটি সূত্র জানায়, স্পিকারের পক্ষ থেকে মৌখিকভাবে রুমিন ফারহানাকে হুইপের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চিঠি পাওয়ার কার্যকর হবে।

Bootstrap Image Preview