Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘোড়সওয়ার সেই হেফাজত নেতা হাছান ইমামকে গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০৫:৫৪ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


হেফাজত ইসলামের হরতাল সমর্থনে বাংলাদেশের পতাকা হাতে ঘোড়ায় চড়ে আন্দোলনে অংশ নেয়া হাছান ইমামকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৩টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন র‌্যাবের সদস্যরা।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত দুদিন আগে। শুক্রবার গভীর রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না।’

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় হবে।’

Bootstrap Image Preview