Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মামুনুল হকের পক্ষে পক্ষে দাঁড়ানোয় ছাত্রলীগ নেতা বহিষ্কার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ১২:১০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ১২:১০ PM

bdmorning Image Preview


হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়া এবং তার ভিডিও শেয়ার করার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মো. ফয়েজ উদ্দিন নামে ওই নেতাকে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বহিষ্কার ওই নেতা হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি সুনামগঞ্জের জেলার ছাতক উপজেলায়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দিবাগত রাতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন ফয়েজ উদ্দিন। একই সঙ্গে মামুনুল হকের ফেসবুক লাইভও শেয়ার করেন তিনি। তার এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির মধ্যে। এর পরই বিষয়টিতে গুরুত্ব দিয়ে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিষয়টি সম্পর্কে জানতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।

Bootstrap Image Preview