Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ তারিখ থেকে দেয়া হবে করোনার দ্বিতীয় ডোজঃ স্বাস্থ্য সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৪:১৩ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৪:১৩ PM

bdmorning Image Preview


স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, আজ (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করবো সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাস যাতে মোকাবিলা করতে পারি। আমাদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কম। টিকা নিয়ে অনেকে মাস্ক ব্যবহার করছে না। টিকা নিলেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে।

Bootstrap Image Preview