Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় থানার সামনে বসানো হয়েছে মেশিনগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০৬:১৮ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৬:১৮ PM

bdmorning Image Preview


সিলেট মেট্রো ও জেলার সবগুলো থানার সামনে বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট। একইসাথে ঝূঁকির কথা মাথায় রেখে সব থানায় ৩০ থেকে ৫০ জন সদস্য মোতায়েন হয়েছে। এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হামলাসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে

পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া নির্দেশনা মোতাবেক বুধবার (৭ এপ্রিল) রাত থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানায় গিয়ে দেখা যায়, থানার গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে পোস্ট। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য এলএমজি তাক করে বসে আছেন। এ ছাড়া অতিরিক্ত ৫০ পুলিশ সদস্য থানায় মোতায়েন করা হয়েছে। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের পোস্ট দেখা যায়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এসএমপির সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে সব স্থাপনায় এলএমজি পোস্ট বসানোর কাজ শেষ হয়েছে।

Bootstrap Image Preview