Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সকালের নাস্তা করতে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০৮:১৭ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৮:১৭ PM

bdmorning Image Preview


করোনাকালে কাজের ব্যস্ততা না থাকায় পরিবার কিংবা বিশেষ মানুষের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বলিউড তারকারা। প্রেমিক রোহান শ্রেষ্ঠর সঙ্গে মালদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

কখনো সমুদ্রের ধারে বসে সকালের নাস্তা করছেন, আবার কখনো সমুদ্রের পাড়ে বিকিনি পড়ে পোজ দিচ্ছেন তিনি। সে রকমই ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। আর ক্যাপশনে লিখেছেন, হৃদয়ের দাবিতে সকালের নাস্তা করার জন্যই মালদ্বীপে গেছেন তিনি।

এর আগে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দৌড়ে প্রকৃতির কাছে যাচ্ছি।’

অক্সিজেন মাস্ক নিয়ে পানির নিচে ঘুরে বেড়ানোর আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখা, ‘এই দেখুন, পানির নিচেও কেমন জীবন!’

প্রসঙ্গত, প্রেমিককে সঙ্গে নিয়ে শ্রদ্ধা মালদ্বীপ গিয়েছিলেন খালাতো ভাইয়ের বিয়েতে। সেখানে ভাইয়ের বিয়ের উৎসবের মধ্যেই চলেছে শ্রদ্ধার জন্মদিনের পার্টি। প্রেমিক রোহানকে পাশে দাঁড় করিয়ে কেক কেটেছেন নায়িকা। সেখানে তোলা বিভিন্ন ছবিতে তাঁদের খোশমেজাজে, হাসিমুখে, হাতে হাত ধরা অবস্থায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি।

Bootstrap Image Preview