Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবস্থা সংকটাপন্ন, আইসিইউতে কবরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০৮:৩১ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৮:৩১ PM

bdmorning Image Preview


করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি এখন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরে নূর উদ্দিন বলেন, ‘ম্যাডামের অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। এখানকার চিকিৎসকরা ব্রিফিং করলে পরে বলতে পারবো তিনি কোন অবস্থায় রয়েছেন।’

৫ এপ্রিল রাতে শারীরিক জটিলতা এবং করোনা পজিটিভ আসায় দ্রুত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না থাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

Bootstrap Image Preview