Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মামুনুলের ‘স্ত্রীর ওপর হামলার’ বিষয়ে যা বললো পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০৯:২১ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০২১, ০৯:২১ PM

bdmorning Image Preview


কথিত দ্বিতীয় স্ত্রীর ওপর হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের করা সন্ত্রাসী হামলার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সহানুভূতি পেতে মামুনুল নাটক সাজিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রিসোর্ট কাণ্ডের পর সামাজিক মাধ্যমে সরব বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হক। সব ভিডিও বার্তায় পরিপাটি হয়েই তাকে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার (৮ এপ্রিল) গভীর রাতে ঘুমের পোশাক পড়েই তাকে আবার ফেসবুক লাইভে আসতে দেখা যায়। যে লাইভে তিনি অভিযোগ করেন-কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করে প্রশাসনের কাছে হস্তক্ষেপ চান মামুনুল।

তার অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে যায় সময় সংবাদ। কথা বলে স্থানীয়দের সঙ্গে। তারা জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সময় সংবাদকে বলেন, এমন কোনো ঘটনা আমরা শুনিনি। 

ফেসবুক লাইভের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তারাও জানায়, মামুনুলের অভিযোগ ভিত্তিহীন। মেলেনি হামলার কোনো আলামত।

এ প্রসঙ্গে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে এ অভিযোগের কোনো সত্যতা পাইনি। ওই মাদরাসার শিক্ষকরাও এমন কিছু হয়নি বলে জানিয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দৃষ্টি ফেরাতে মামুনুলের এমন নাটক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview