টালিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী। গেলো ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাত পাঁকে বাঁধা পড়েন তারা। বিয়ের দুই মাস পার না হতেই সদ্যবিবাহিতা স্ত্রীকে সবার সামনে কষিয়ে থাপ্পড় মারলেন অভিনেতা! এমন ভিডিও প্রকাশ্যে আসতেই তাদের নিয়ে আলোচনায় মেতেছেন নেটজনতা।
বিয়ের পর থেকেই এই জুটির মাখোমাখো রসায়ন দর্শকদের নজর কেড়েছে। নিজেদের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটাগরিকদের দেখার সুযোগ করে দেন তারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন সায়ন্তনী। সেখানে দেখা যায়, ইন্দ্রনীলের হাতে সপাটে চড় খেয়েছেন তিনি। তবে পুরোটাই মজার ছলে। তারকা দম্পতির মজাদার ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন অনুরাগীরা।
ভিডিওতে দেখা যায়- ‘হর পল তেরি ইয়াদ তুমে তড়পায়েগি..’ গানে লিপসিঙ্ক করছিলেন ইন্দ্রনীল। নারী কণ্ঠ আসামাত্র ফ্রেমে ঢুকে পড়েন স্ত্রী সায়ন্তনী।ওমনি সায়ন্তনীকে চড় মেরে তিনি বলে উঠেন, ‘মাঝখানে একদম কথা বলবে না।'
সূত্র: হিন্দুস্তান টাইমস