Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজা-মধুবনীর ঘরে এলো নতুন অতিথি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১০:৪২ PM
আপডেট: ১০ এপ্রিল ২০২১, ১০:৪২ PM

bdmorning Image Preview


টালিপাড়ার তারকা দম্পতি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৯ এপ্রিল) ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

সোশ্যাল মিডিয়ায় সন্তানের আগমনের খবর জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন রাজা। ক্যাপশনে লিখেছেন- ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালবাসা দেবেন।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে রাজা সেলফি তুলছেন। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মধুবনী এবং নবজাতক। তবে নতুন অতিথির মুখ অস্পষ্ট।

অন্যদিকে মধুবনী একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন কেশব। রাজার মতো তিনিও ছেলের মুখ দেখাননি। নবজাতকের মুখের ওপর বসিয়ে দিয়েছেন লাভ ইমোজি।

সূত্র- আনন্দবাজার

Bootstrap Image Preview