Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১১:১৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২১, ১১:১৩ PM

bdmorning Image Preview


হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার আজহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীর হাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করা হয়।

মুফতি শরিফুল্লাহ যাত্রাবাড়ী থানায় ২০১৩ সালের মে মাসে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার আসামি।

২০১৩ সালে করা মামলায় তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম মুকুল।

Bootstrap Image Preview