Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা বিবেক মারা গেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০২:১৪ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০২১, ০২:১৪ PM

bdmorning Image Preview


জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক মারা গেছেন। শনিবার (১৭ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর।

শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন বিবেক। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওমানদুরার হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন এই অভিনেতা।

অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক জানান, শুক্রবার সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার ফের হার্ট অ্যাটাক হয়। অবশেষে এদিন ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন বিবেক। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। সূত্র- জি নিউজ

Bootstrap Image Preview