Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বিজেপি আমায় পিঠ ঢাকা ব্লাউজ পরতে বলেনি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM

bdmorning Image Preview


ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়ছেন টালিউডের বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। বেহালা পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে বিজেপি থেকে লড়ছেন অভিনেত্রী পায়েল সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে জয়ের ব্যপারে আশাবাদী এই অভিনেত্রী বলেছেন, ‘মানুষ যে ভাবে আমাকে মনের কথা খুলে বলেছে, অসুবিধের কথা জানিয়েছে, তার একটা সদর্থক দিক তো আছেই। দেখু্ন মানুষ অত বোকা নয়, তারা জানে কে সত্যি কাজ করবে আর কারা শুধু মুখ দেখাতে এসেছে। তবে এক মাসের এই লড়াইয়ে মনে হয়েছে, আমরা জিতব।’

নির্বাচনের মাঠে নিজের চিরচেনা হট লুকের বাইরে লম্বা হাতা পিঠ ঢাকা ব্লাউজ আর শাড়িতে হাজির হয়েছিলেন পায়েল। তিনি বলেন, ‘আমি প্রচারে সালোয়ার কামিজও পরেছি। আর শাড়ি তো আমি এমনিও পরি। বিজেপির পক্ষ থেকে কেউ কিচ্ছু বলেনি। আর কেনই বা বলবে? আমি অভিনেত্রী জেনেই বিজেপি আমায় টিকিট দিয়েছে। শুনুন, একটু লিখবেন বিজেপি আমায় পিঠ ঢাকা ব্লাউজ পরতে কখনও বলেনি, শাড়িও না। আমি নিজের ইচ্ছেতেই পরেছি।’

Bootstrap Image Preview