Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ পর্যন্ত চিকুকে বাঁচাতে পারলেন না মিমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০১:২৩ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ০১:২৩ PM

bdmorning Image Preview


পোষ্য কুকুরের নাম চিকু। আর এই কুকুরকে সন্তানের মতো ভালোবাসেন টালিউড নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সেই চিকুই ক্যানসারের সঙ্গে লড়াই করে চির ঘুমের দেশে পাড়ি জমালো।

শনিবার ‘ছেলে’কে কবর দিয়ে এসে নেটমাধ্যমে হাহাকার করে মিমি বলছেন, ‘সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক।’

চিকুর কবরের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিমি। ফুল ও মালায় সাজানো। ধূপ, মোমবাতি জ্বালানো সেখানে। ক্যাপশনে মিমির দাবি, ‘তুই চলে গেলি। আমার একটা অংশ যেন চলে গেলো’। প্রতিজ্ঞা, আজীবন চিকুকে এ ভাবেই ভালোবাসবেন তিনি।

এদিকে মিমির পোষ্য হারানোর শোক ছুঁয়ে গেছে ভক্তদেরও। অভিনেত্রীর সমব্যথী ৩৪ হাজারেরও বেশি নেটাগরিক। একজন মন্তব্য করেছেন, ‘খবরটি পড়ে থমকে গেলাম। বড্ড ধাক্কা খেয়েছি। আমি এবং আমার পরিবার ভুক্তভোগী। সাড়ে ৬ বছর আগে আমাদের পোষ্য এভাবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আশা, এই শোক ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠবেন’।

কদিন আগেই ক্যানসার আক্রান্ত চিকু চিকিৎসা করিয়ে আসে চেন্নাই থেকে। পোষ্য অসুস্থ হয়ে পড়ার পর থেকেই শহরের নানা চিকিৎসকের কাছে ছোটাছুটি করছিলেন মিমি।

Bootstrap Image Preview