Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০১:৫৩ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ০১:৫৩ PM

bdmorning Image Preview


খাগড়াছড়িতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অমিত আচার্য নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) রাতে খাগড়াছড়ি সদরের বটতলী এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া অমিত আচার্য খাগড়াছড়ি সদরের মিহির আচার্যের ছেলে।

পুলিশ জানায়, ইসলাম ধর্ম নিয়ে অমিত তার ফেসবুকে কটূক্তিপূর্ণ মন্তব্য করার জেরে কয়েকজন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান, ডিজিটাল নিরাপত্তার আইনে মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview