Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চর্মরোগ বিশেষজ্ঞের ভুল চিকিৎসায় নায়িকার অবস্থা নাজেহাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৪:১৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৪:১৭ PM

bdmorning Image Preview


নিজেকে সুন্দর রাখতে অভিনয়শিল্পীরা ত্বকের বাড়তি যত্ন নেন। কেউ কেউ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। কিন্তু এবার চর্মরোগ বিশেষজ্ঞের ভুল চিকিৎসায় ভারতের তামিল সিনেমার অভিনেত্রী রাইজা উইলসনের অবস্থা নাজেহাল।

ইনস্টাগ্রামে পোস্ট করা রাইজার ছবিতে দেখা যাচ্ছে, তার চোখের নিচের অনেকটা অংশ ফুলে গেছে। ওই স্থান কালো হয়ে আছে। মনে হচ্ছে, মুখের ওই অংশ পুড়ে গেছে।

রাইজার দাবি, খুবই সাধারণ প্রয়োজনে ওই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। এ সময় জোর করে তিনি আমাকে ফেসিয়াল করান। কিন্তু এটি প্রয়োজন ছিল না, যার ফল আপনাদের সামনে। আমি ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি বলেছেন, ‘আমি এখন শহরের বাইরে আছি।’

রাইজার পোস্টটি করার পর অনেকেই এই চিকিৎসকের কাছে গিয়ে একই রকম সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের অনেকেই রাইজার সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, ‘আমার ইনবক্স ম্যাসেজে ভরে যাচ্ছে। অসংখ্য মানুষ ঐ চিকিৎসকের ভুল চিকিৎসা নিয়ে ভুগছেন।’

Bootstrap Image Preview