Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারও গানে ফিরবেন ব্যান্ড তারকা হাসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৪:২৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৪:২৭ PM

bdmorning Image Preview


এক দশকেরও বেশি সময় ধরে গানের জগৎ থেকে বিচ্ছিন্ন জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। বিভিন্ন মাধ্যমে ডিজিটালি তার পুরনো গানগুলো শোনা গেলেও এই দীর্ঘ সময়ে তার কোন নতুন গান প্রকাশ্যে আসেনি। এমনকি কোন স্টেজ শো তেও ছিলো না তার পদচারণা। তবে আবারও গানে ফিরতে হাসান।

তিনি বলেন, ‘নিজের মতো করে গোছাচ্ছি, ফিরতে চাই। গান নিয়ে আমার নিজের নানা রকম প্রস্তুতি ও পরিকল্পনা রয়েছে।’

নিজের নতুন কোন গান প্রকাশ না করলেও নিয়ম করে নতুনদের গান শোনেন হাসান। তরুণ ব্যান্ডগুলোর প্রতি বিশেষভাবে অনুরক্ত তিনি। নব্বই দশকের ব্যান্ডসংগীতের সেই ধারাকে এগিয়ে নিতে যাঁরা চর্চা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে অভিবাদন জানিয়েছেন এই ব্যান্ড তারকা।

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্ক’ এর ভোকালিস্ট হাসানের জন্মদিন ছিলো সোমবার (১৯ এপ্রিল)। দিনটি উৎযাপন প্রসঙ্গে হাসান বলেন, ‘সবকিছু স্থবির। এখন কি আর জন্মদিন উদ্‌যাপন করার পরিবেশ আছে? বাড়িতে আছি, পরিবারের সবাই মিলে স্বাভাবিক নিয়মেই দিনটি কাটাচ্ছি। পৃথিবী ঠিকঠাক হয়ে গেলে হয়তো আবার ঘটা করে উদ্‌যাপন করব।’

Bootstrap Image Preview