Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যানসার মুক্ত মা, রাস্তায় বসে সালমানকে কুর্নিশ জানালেন রাখি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৪:৪১ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৪:৪১ PM

bdmorning Image Preview


বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ক্যানসার আক্রান্ত মায়ের সফল অস্ত্রোপচার হয়েছে। তার মায়ের নতুন জীবনদানের পেছনে সালমান খানের বিশেষ অবদান রয়েছে। আর তাই প্রকাশ্যে রাস্তায় বসে সালমানকে কুর্নিশ জানালেন রাখি।

কিছুদিন আগে সালমানের সঞ্চালনায় ‘বিগ বস ১৪’ আসরে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন রাখি। সেখানে গিয়ে মায়ের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েন তিনি।

সোমবার (১৯ এপ্রিল) প্রকাশ্যে আসা ভিডিওতে রাখি জানান, সালমান খান, তার ভাই সোহেল খান কীভাবে তার পাশে দাঁড়িয়েছেন। সালমানের জন্যই ডা. সঞ্জয় শর্মার মতো ক্যানসার বিশেষজ্ঞ তার মায়ের চিকিৎসা করেছেন। বিশাল একটি ম্যালিগন্যান্ট টিউমার ছিল রাখির মায়ের শরীরে। সেটি সফলভাবে বের করা সম্ভব হয়েছে। ক্যানসারের কোনও চিহ্ন আর তার মায়ের শরীরে নেই বলেই জানিয়েছেন রাখি সাওয়ান্ত।

তিনি জানান, সালমান খান ও তার পরিবারের জন্যই এটা সম্ভব হয়েছে। তার যাবতীয় ভাল কাজের ফল যেন সালমান পান। একথা বলতে বলতেই রাস্তায় বসে পড়েন অভিনেত্রী। মাথা নত করে বলিউডের ভাইজানকে ধন্যবাদ জানান।

সূত্র: সংবাদ প্রতিদিন

Bootstrap Image Preview