Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৫:১০ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৫:১০ PM

bdmorning Image Preview


ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে টুইট পোস্টে লোকসভার এই সদস্য বলেন, ‘কিছু লক্ষণ থাকার কারণে পরীক্ষা করাই। কিছুক্ষণ আগে আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।’

তার সান্নিধ্যে আশা সবাইকে পরামর্শ দিয়ে রাহুল আরও বলেন, ‘সম্প্রতি যারা আমার আশে পাশে ছিলেন দোয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সবাই সাবধানে থাকুন।’

২০১৭ সালের ডিসেম্বর থেকে মা সোনিয়া গান্ধীর কাছ থেকে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন রাহুল। ২০১৯ সালের জুলাইয়ে পদত্যাগ করলে সোনিয়াকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।

৫০ বছর বয়সী রাহুলের বাবা রাজিব গান্ধী ও দাদি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

এদিকে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহও করোনা আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview