Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

থানা হাজতের ছবি ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৭:০০ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৭:০০ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা হাজতে আসামিদের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তোলা কোম্পানীগঞ্জ থানা হাজতে কাদের মির্জার অনুসারীরা আটক আছে এমন দুটি ছবি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া দুটি ছবি নিয়ে উপজেলা আওয়ামী লীগ কমিটির অনুসারী ও কাদের মির্জার অনুসারীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তর্কবিতর্ক। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানা হাজতের লোহার একেবারে কাছে দাঁড়িয়ে গ্রেপ্তারকৃত তার ৪ অনুসারীর সঙ্গে কথা বলছেন।

অপর ছবিতে দেখা যায়, মির্জা কাদেরের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিকন হাজতের ভেতরে বসে আছেন। হাজতের লোহার রডসহ প্রায় পুরো হাজতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। তবে কে বা কারা আইন অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব ছবি ধারণ করেছে, এ বিষয়ে থানা পুলিশ সুনির্দিষ্টভাবে কিছুই জানাতে পারেনি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি সাথে যোগাযোগ করতে চাইলে তিনি মোবাইল রিসিভ করে পরে কথা বলবে বলে কেটে দেন।

সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মির্জা কাদেরের ৭ অনুসারীকে আটক করে। পরে কাদের মির্জা মঙ্গলবার সকালে থানা হাজতে অনুসারীদের দেখতে যায়। লাইভে এসে মির্জা পুলিশের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview