Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘এটাই আমার শেষ সকাল’ লিখে নারী চিকিৎসকের মৃত্যু !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ০২:৩৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০২১, ০২:৩৭ PM

bdmorning Image Preview


এটাই আমার শেষ সকাল। হয়তোত এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আর দেখা হবে না। মৃত্যুর আগে এটাই ছিল মুম্বাইয়ের চিকিৎসক মনীষা যাদবের শেষ লেখা। 

গত সোমবারই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। 

আনন্দবাজার জানিয়েছে, মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন মনীষা। একাধারে চিকিৎসা ও প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালোভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল তার। 

সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল। তবে বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই। সেটা অনুভব করেই ফেসবুকে নিজের শেষ কথাগুলো রোববার লেখেন মনীষা। 

সেখানে তিনি লেখেন, ‘এটাই হয়ত শেষ সকাল। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সবাই আপনারা ভালো থাকুন।’ 

এরপরই তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপর সোমবার এই মেডিকেল অফিসারের মৃত্যু হয়।

Bootstrap Image Preview