Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোজা রেখে তোপের মুখে পড়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৫:৫৮ PM
আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


রমজানে নিয়মিত রোজা রাখছেন টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, পুরো রমজানেই রোজা রাখবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। তবে রোজা রাখার কারণে নেটাগরিকদের কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেতা।

অনেকের অভিযোগ- তিনি মুসলিম হয়েছেন। হিন্দু, ব্রাহ্মণ হয়েও খাচ্ছেন গরুর মাংস। আবার কেউ অভিযোগ তুলেছেন, ধর্মান্তরিত হয়েই সংখ্যালঘুদের পা চাটছেন তিনি।

এমন অভিযোগে চুপ থাকেননি ভাস্বর। নেটাগরিকদের ভ্রান্ত ধারণা দূর করতে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছেন তিনি।

ভাস্বর বলেন, ‘রোজা রেখেছি বলে অনেকে অনেক কথা বলছেন। আমি নাকি গরু খাচ্ছি, মুসলিম হয়ে গিয়েছি, আমি ওদের পা চাটা। অনেকে এও বলছেন, আমার পূর্বপুরুষ নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। জানিয়ে রাখি, আমরা পশ্চিমবঙ্গের লোক। বাংলাদেশে কোনোকালে কেউ ছিলেন না। কেউ নেইও আমাদের।’

তিনি আরও জানান, গরু খাননি, রোজা রাখাকে কারোর ‘পা চাটা’ বলেও মানতে নারাজ এই অভিনেতা। এমনকি, রোজা রাখা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয় বলেও জানান এই অভিনেতা।

নিজের গ্রামের বাড়িতে যথেষ্ট ধুমধামের সঙ্গে দুর্গাপূজার আয়োজন করা হয় জানিয়ে এই অভিনেতা বলেন, ‘সে সময়েও আমি ৪ দিন উপোস থাকি। আর উপোসের অভ্যাস থাকায় প্রথমবার রোজা রাখতে আমার কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না।’

Bootstrap Image Preview