Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাক্তন স্বামীর বর্তমান প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০১:০২ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০২১, ০১:০২ PM

bdmorning Image Preview


ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কোন রাখঢাক করেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সাহসের সঙ্গে নিজের সকল অনুভূতি প্রকাশ করেন তিনি। এবার প্রাক্তন স্বামীর বর্তমান প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ফারিয়ার সাবেক স্বামী হারুন অর রশীদ অপুর বর্তমান গার্লফ্রেন্ডের জন্মদিন আজ (২৪ এপ্রিল)। তাকে শুভেচ্ছা জানিয়ে ফারিয়া ফেসবুকে লিখেছেন- ‘এক্স হাজবেন্ডের কারেন্ট গার্লফ্রেন্ডের জন্মদিন! আহা...জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার? বাংলায় নাও ভালোবাসা , হিন্দীতে নাও পেয়ার!’

ফারিয়ার পোস্টে লাক্স তারকা জাকিয়া বারি মম লিখেছেন, ‘তুই খুব দুষ্টু মেয়ে’। একজন লিখেছেন, ‘হারুন ভাইয়ের জয় হোক’। তার উত্তরে ফারিয়া লিখেছেন, ‘যুগে যুগে হারুন ভাইদের জয় হয়ে আসছে’। আরেকজন লিখেছেন, ‘তুমি সারাজীবন সবার এত খবর পাও কেমনে? এত খবর রাখার কী দরকার?’ ফারিয়া সেখানে জবাব দিয়েছেন, ‘উনি এখনো আমার ফ্রেন্ডলিস্টে আছে, সবই দেখতে হয়!’ আরেকটি মন্তব্যের উত্তরে ফারিয়া লিখেছেন, ‘আপনাদের উচিত আমার জন্য একটা ছেলে দেখা! কি করতেছেন আপনারা আমি বুঝতেছি না!’

Bootstrap Image Preview