Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৃহশিক্ষকের প্রেমের প্রস্তাবে মুখ খুললেন কোয়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০৬:০৮ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০২১, ০৬:০৮ PM

bdmorning Image Preview


তারকাদের পর্দা জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক। বিশেষ করে প্রেম, বিয়ে নিয়ে তুমুল চর্চা তো চলবেই। তবে এদিক থেকে টালিউডের তারকা অভিনেত্রী কোয়েল মল্লিকের প্রেম নিয়ে তেমন জলঘোলা হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কোয়েল। সেখানে প্রেমের বিষয়েও তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। নায়িকা জানিয়েছেন, কলেজে কোনদিন তিনি লাভ লেটার পাননি। তবে হাইস্কুলে পড়ার সময় হোম টিউটর তাকে প্রপোজ করেছিলো।

কোয়েল বলেন, ‘আমাকে ভূগোল পড়াচ্ছেন। তখন উনি বললেন, তোমায় একটা কথা বলার আছে। তবে এখন না পরে বলব। আমি বললাম, না, বলুন না স্যার। আমি ভাবছিলাম হয়তো কোনো ভালো খবর আছে। সেই সময় উনি চাকরির সন্ধানে ছিলেন। ভাবলাম হয়তো ভালো কোনো চাকরি পেয়েছে। এবার উনি যাওয়ার সময় আমাকে প্রপোজ করলেন। ব্যাস, আমি তো ভাবতেই পারিনি। আমি কিছু বলতেও পারিনি। আমার মুখ সাদা হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন কোয়েল। গত বছর তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।

Bootstrap Image Preview