Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিপিই পরে বাজারে গিয়ে যেভাবে বিনোদন দিলেন রাখি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০২:১৬ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০২:১৬ PM

bdmorning Image Preview


রাখি সাওয়ান্ত। বলিউডের এক আলোচিত নাম। চলমান এই করোনা মহামারিতেও ভরপুর বিনোদন দিচ্ছেন তিনি। তবে এবার এক ঢিলে দুই পাখি মেরেছেন বলিউডের এই ‘ড্রামা কুইন’। একদিকে যেমন বিনোদন দিয়েছেন, অন্যদিকে করোনা মহামারিতে অনুরাগীদের সতর্ক করেছেন। তার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে রাখি লিখেছেন, ‘দয়া করে সকলে সাবধানে থাকুন। যেখানে খুশি যান, কিন্তু অবশ্যই পিপিই কিট পরে।’

ভিডিওতে দেখা যায়, আদ্যপান্ত পিপিই কিটে শরীর ঢেকে বাজারে গিয়েছেন রাখি। সেখানে গিয়ে সবজি কিনছেন তিনি। তবে এরই মাঝে অনুরাগীদের করোনা বিষয়ে সতর্কবার্তা দিচ্ছেন। সবাইকে মাস্ক পরার কথাও মনে করিয়ে দেন এই অভিনেত্রী।

করোনার এই প্রকোপেও অনেকেই সচেতন নয়। তাই তাদেরকে মজার ছলে সচেতন করার রাখির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকরা। সূত্র: আনন্দবাজার

Bootstrap Image Preview