Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদের নেশায় হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৭ শ্রমিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০২:২৯ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০২:২৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


মদ কেনার টাকা নেই। আবার টাকা থাকলেও লকডাউনে বন্ধ মদের দোকান। তাই নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অকালে মরলো সাতজন। ঘটনা প্রতিবেশি ভারতের রাজ্য মহারাষ্ট্রের।

করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চলছে সেখানে। মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন।

পান করার পরপরই অসুস্থ হয়ে যান তারা। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এর আগেও দেশটির অন্ধ্রপ্রদেশে স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়। সূত্র : এনডিটিভি

Bootstrap Image Preview