Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০৭:০১ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০৭:০৪ PM

bdmorning Image Preview


ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে ।

সোমবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রোববার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।  

সংশ্লিষ্ট তথ্যমতে, ১৯৯৫ সালে  দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে (৪৩ ডিগ্রি সেলসিয়াস), যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড।  আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

Bootstrap Image Preview