বগুড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে ওই তরুণীর মা রবিবার রাতে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মিলনকে (৩৪) গ্রেপ্তার করেছে। সে বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার মিলনের সাথে প্রতিবেশী এক তরুণীর (১৬) পরিচয় ছিল। গত ১৭ জানুয়ারি দুপুরে তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এরপর মাঝে মাঝেই পূর্বের ধর্ষণের কথা বলে জিম্মি করে ধর্ষণ করে। এরপর গত ২৬ ফেব্রুয়ারি রাত ১১টার সময় বাড়িতে ঢুকে আবারো ধর্ষণের চেষ্টা করলে তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে যায়। এ সময় মিলন পালিয়ে যায়। পরে এ ঘটনায় ২৫ এপ্রিল রাতে বগুড়া সদর থানায় তরুণীর মা অভিযোগ দায়ের করেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে ২৬ এপ্রিল গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।